Saturday , 18 May 2024
শিরোনাম

এক নৌকায় উঠলো ৯৯ মন ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে এই প্রথম এক নৌকায় একদিনে ধরা পড়লো ৯৯ মন রুপালি ইলিশ।

জানা যায়, ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় রুপালি ইলিশ। এক নৌকায় ধরা পড়েছে ছোটবড় ৯৯মন ইলিশ যার মূল্য পেয়েছে ২৩লাখ ২৬হাজার টাকা।

গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান ঘাঁটে নিলামে কেজি প্রতি ৫০০টাকা করে বিক্রি করেন জেলেরা। এইসময় মাছ গুলো নিলামে ক্রয় করেন মেঘনা ফিশিং নামের একটি ট্রলার।

নৌকার মাঝী আবুল কাশেম বলেন,মা-বাবার দোয়া নামের এই নৌকাটি গভীর রাতে মাছ ধরার জন্য সাগরে গেলে জাল পেলেন তারা,পরে জাল তুললে দেখতে পান অনেক ছোট বড় ইলিশের দৃশ্য। যা দেখে নৌকার মাঝি মাল্লাগন প্রথমে অবাক হলেও পরে তারা অনেক খুশি হন। নৌকায় থাকা এক মাল্লা বলেন, একসাথে এতো গুলো ইলিশ আমরা কখনো পাইনি।

মাছ নিয়ে চেয়ারম্যান ঘাট আসলে মাছ দেখতে জড়ো হয় অনেক মানুষ। পরে মাছ গুলো নিলামে কিনে নেন মেঘনা পিশিং মালিক।

এই খবর হাতিয়ার জেলেদের মনে আশার আলো জালিছেন বলে জানান, হাতিয়া দানারদোল ঘাটের খায়ের মাঝি। তিনি বলেন আমি গত দুইবছর যাবত

অনেক বেশি লোকশান গুনেছি। আশা করি আল্লাহ্ এইবছর সেই লোকশান থেকে আমাকে রক্ষা করবেন।

Check Also

৩য় শ্রেণির দুই শিশুকে হাত, মুখ বেঁধে পাশ/বিক নির্যা/তন

লালমনিরহাটে দুই শিশুকে পি/টি/য়ে হাসপাতালে পাঠালেন বখাটে সাগর ভ্যান্ডার আমি আপনার পা/য়/খা/না খাব, আমি চুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x