ঢাকা , সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন প্লট বরাদ্দে জালিয়াতি- হাসিনার সঙ্গে রেহানা ও টিউলিপের কারাদণ্ড রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার রোগ মুক্তি কামনায়দোয়া মাহফিল অনুষ্ঠিত শারিরীকভাবে অসুস্থ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও প্রদিপ্ত রায় দীপনের আকস্মিক পরিদর্শন খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান ব্যাটিং বিপর্যয়ে হার, বিফলে হৃদয়ের ঝড়ো ফিফটি হাসিনার প্লট দুর্নীতি: বেআইনি-একাধিক প্লট ভোগকারীকে শনাক্তের নির্দেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

মুগ্ধ সাহা

 

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে মাত্র ১০৩ রানে গুড়িয়ে দেবার পর মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় টিম বাংলাদেশ।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন কুমার দাশ। একাদশে শরিফুল ও রিশাদের পরিবর্তে জায়গা পান নাসুম আহমেদ ও তানজিম সাকিব। একাদশে ফিরেই বল হাতে চমক দেখান নাসুম। প্রথম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন নেদারল্যান্ডসকে। ২১ রান দিয়ে নাসুম ৩ উইকেট নিলে বাকি কাজটা শেষ করেন তাসকিন ও মুস্তাফিজ। দুজনেই দুটি করে উইকেট নেন এবং মাহেদী ও তানজিম পান ১টি করে উইকেট। মাত্র ১৭.৩ ওভারেই ১০৩ করে গুটিয়ে যাওয়া নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরান। বিক্রমজিতের ২৪ ও শারিজের ১২ ছাড়া আর কেও পৌছাতে পারেনি দুই অঙ্কের ঘরেই।

ব্যাট হাতেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। পারভেজ ইমন ২৩ করে ফিরলেও তানজিদ তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। তানজিদ ৫৪ ও লিটনের ১৮ রানে মাত্র ১৩.১ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে একটি উইকেট পান কাইল ক্লেইন।

৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয় নাসুম আহমেদ। আর এই জয়ের মধ্য দিয়ে ১ ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি নেয়া বাংলাদেশ শেষ ম্যাচে নিশ্চয়ই বাজিয়ে দেখতে চাইবেন সাইজ বেঞ্চকে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৬৯১ Time View

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

আপডেটের সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

 

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে মাত্র ১০৩ রানে গুড়িয়ে দেবার পর মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় টিম বাংলাদেশ।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন কুমার দাশ। একাদশে শরিফুল ও রিশাদের পরিবর্তে জায়গা পান নাসুম আহমেদ ও তানজিম সাকিব। একাদশে ফিরেই বল হাতে চমক দেখান নাসুম। প্রথম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন নেদারল্যান্ডসকে। ২১ রান দিয়ে নাসুম ৩ উইকেট নিলে বাকি কাজটা শেষ করেন তাসকিন ও মুস্তাফিজ। দুজনেই দুটি করে উইকেট নেন এবং মাহেদী ও তানজিম পান ১টি করে উইকেট। মাত্র ১৭.৩ ওভারেই ১০৩ করে গুটিয়ে যাওয়া নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরান। বিক্রমজিতের ২৪ ও শারিজের ১২ ছাড়া আর কেও পৌছাতে পারেনি দুই অঙ্কের ঘরেই।

ব্যাট হাতেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। পারভেজ ইমন ২৩ করে ফিরলেও তানজিদ তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। তানজিদ ৫৪ ও লিটনের ১৮ রানে মাত্র ১৩.১ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে একটি উইকেট পান কাইল ক্লেইন।

৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয় নাসুম আহমেদ। আর এই জয়ের মধ্য দিয়ে ১ ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি নেয়া বাংলাদেশ শেষ ম্যাচে নিশ্চয়ই বাজিয়ে দেখতে চাইবেন সাইজ বেঞ্চকে।