১৯তম এশিয়ান গেমসে পদকজয়ী পুরুষ ও নারী ক্রিকেট দলকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদকজয়ী পুরুষ ও নারী ক্রিকেট দলকে ৩০ লাখ টাকার চেক এবং অফিসিয়ালদের জন্য ৬ লাখ টাকার চেক সম্মাননা পুরস্কার হিসেবে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে পদকজয়ী পুরুষ ও নারী ক্রিকেট দল দুটি ব্রোঞ্জ পদক অর্জন করায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। সেনাবাহিনী প্রধান কর্তৃক এ সম্মাননা প্রদান দেশের কৃতীমান খেলোয়াড়দের উৎসাহ এবং উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসিয়াল এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।