Monday , 20 May 2024
শিরোনাম

কর্ণফুলী’তে বিধ্বস্ত বিমানের পাইলট মানিকগঞ্জের অসিম জাওয়াদ

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের মধ্যে একজন নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম অসিম জাওয়াদ। তার বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিশ দাশড়া গ্রামে। খবরটি নিশ্চিত করেছেন অসিম জাওয়াদ এর মামা সাংবাদিক সুরুয খান। এদিকে নিহতের বাড়ীতে চলছে শোকের মাতম।

সুরুয খান জানান, অসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিল। সে পরিবারের একমাত্র সন্তান। তাকে মৃত্যুর খবরে আমার বোন নিলুফা  পাগল প্রায়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসিম এর লাশ নিতে তার স্ত্রী ও ২ সন্তান চট্রগামে রয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।

Check Also

যেভাবে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার করছিলেন শহীদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানকালে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x