বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুইদিন ছুটি ঘোষণা করার পর নতুন করে ক্লাসের সময় সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।
স্কুলে বাড়ানো হয়েছে ক্লাসের সংখ্যা। তাছাড়া বৃহ্স্পতিবার অর্ধদিবসের বদলে পূর্ণ দিবস ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাছাড়া কলেজেও ক্লাসের সময় সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নতুন সময় সূচি অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিটি ক্লাসের ব্যাপ্তি হবে ৫০ মিনিট।
বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়য়ে জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য যোগাযোগপ্রযুক্তির জন্য তিনটি ক্লাস হবে।
অর্থাৎ সপ্তাহে মোট ২৮টি ক্লাস হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য পাঁচটি ক্লাস হবে। এ ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে, এমন শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৩৩টি ক্লাস হবে।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনিবার) করে সরকার। ২২ আগস্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে পরিমার্জিত এই সময়সূচির কথা জানানো হয়।