Monday , 20 May 2024
শিরোনাম

কাঠাল পারার জেরে দুই শিক্ষার্থীকে নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ

কাঁঠাল পারার অভিযোগ এনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুন) বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে যায়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাছে ওঠে কাঁঠাল পারার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এমন নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আমাদেরকে সরাসরি নোটিশ না দিয়ে সতর্ক করা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হতাম। এ বিষয়ে স্যারের সাথে আমাদের কথা হয়েছে পরবর্তীতে আমরা এ বিষয়ে সচেতন থাকার চেষ্টা করবো।

এ বিষয়ে বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ গাজী মোহাম্মদ মহসিন বলেন, “ক্যাম্পাসের ফলমূল খাওয়ার অধিকার শিক্ষার্থীদের রয়েছে, আমাদেরকে বললে আমরা তাদেরকে পেড়ে দিবো,তিনি আরও জানান শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের দূর্ঘটনার স্বীকার না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করার জন্য নিষেধ করা হয়েছে।”

Check Also

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। সঙ্গে তার সফরসঙ্গীরাও। তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x