Saturday , 18 May 2024
শিরোনাম

কাতারে শেখ রাসেল দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস দোহা কাতার

ই এম আকাশ ঃ কাতার প্রতিনিধি

গতকাল সন্ধ্যায় সন্ধ্যায় দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল দিবস উদযাপিত হয়। এই উপলক্ষ্যে নতুন প্রজন্মকে যুক্ত করে চিত্রাংকন ও রচনা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেলের জীবন নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা৷

শেখ রাসেল নিয়ে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান ও প্রথম সচিব মাহদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ের কাজ করেছেন দূতালয় প্রধান তনময় ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন৷

Check Also

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর হামলা

মোঃ রিয়াদুল ইসলাম সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের উপর হামলা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x