Friday , 3 May 2024
শিরোনাম

কাতার বিশ্বকাপে খেলবে যারা

কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে স্বাগতিক কাতারসহ ২৭টি দল। তবে আরও বাকি আছে ৫টি দল নির্বাচনের।

প্লে-অফের ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল, পোল্যান্ড। এদিকে ওয়েলস ফাইনাল নিশ্চিত করে ফেললেও তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। কারণ, রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের সেমিফাইনাল ম্যাচটি পিছিয়ে গেছে। ফাইনালে ওয়েলস মোকাবিলা করবে ইউক্রেন অথবা স্কটল্যান্ডকে।

ইউরোপ অঞ্চল থেকে ইতোমধ্যেই সর্বোচ্চ ১২টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এছাড়া অপেক্ষায় আছে স্কটল্যান্ড, ইউক্রেন এবং ওয়েলস এর মধ্যকার ফাইনালের। সেখান থেকে একটি দল পাবে কাতারের টিকিট।

ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপের সুযোগ পেয়েছে। তারা হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং উরুগুয়ে। আর পঞ্চম দল হিসেবে প্লে-অফের অপেক্ষায় আছে প্যারাগুয়ে।

আফ্রিকা মহাদেশেই ঘটেছে এবার যতসব দুর্ঘটনা। এবারের বিশ্বকাপে দেখা যাবে না মোহাম্মদ সালাহর মিশর, সুপার ইগলস নাইজেরিয়া এবং ক্যামেরুনকেও। তবে সাদিও মানের সেনেগালের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও চার দল।

উত্তর আমেরিকা অঞ্চল থেকে কেবল নিশ্চিত করেছে কানাডা। তবে অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কোস্টারিকা।

এশিয়া মহাদেশ থেকে চারটি দল পেয়েছে কাতারের টিকিট আর অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

এক নজরে কাতার বিশ্বকাপ নিশ্চিত করা দল:

স্বাগতিক: কাতার।

ইউরোপ: জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল এবং স্কটল্যান্ড/ইউক্রেন/ওয়েলস।

দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। পেরু (আন্ত:মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে)।

এশিয়া: দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত (আন্ত:মহাদেশীয় প্লে-অফ খেলতে হবে)।

আফ্রিকা: সেনেগাল, ক্যামেরুন, ঘানা, মরক্কো এবং তুনিশিয়া।

উত্তর আমেরিকা: কানাডা, যুক্তরাষ্ট্র/মেক্সিকো/কোস্টা রিকা (তিন দল সরাসরি এবং একটি দল আন্ত:মহাদেশীয় প্লে-অফ খেলবে)।

ওশেনিয়া: নিউজিল্যান্ড অথবা সলোমন আইল্যান্ডস। (আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে)

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x