কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস -২০২২ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার বিকেলে কবির স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি চত্ত্বরে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে কুঠিবাড়ি চত্ত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বকুল তলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কৃমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিগুরুকে নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, বিশিষ্ট কবি সৈয়দ আব্দুস সাদিক, শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এস এম আফজাল হোসেন, কবি ও নাট্যকর লিটন আব্বাস, কবি ও সাহিত্যিক সোহেল আমিন বাবু।
কুমারখালী উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মুখলেছুর রহমান।
এমময় শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তারেক হাসান বিপ্লব, রবীন্দ্র ভক্তবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
ক্যাপশন ঃ কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার বিকেলে কবির স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত