Friday , 17 May 2024
শিরোনাম

কুষ্টিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার ও মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের নেতৃত্বে কুমারখালী বাজার ও আলাউদ্দিন নগর বাজারে পুরাতন বাজার দর মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন দোকানে দোকানে মালের মজুদ, পণ্যের গুণগত মান ও বিক্রির রেজিস্টার যাছাই করা হয়। কুমারখালী বাজারে সোমবার দ্রব্যমুল্য তালিকা না টাঙিয়ে অধিক দামে পণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে ১৩ হাজার টাকা এবং মঙ্গলবার আলাউদ্দিন নগর বাজারে দ্রব্যমুল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ন দ্রব্য রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরাফাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র এস.এম রফিক, বণিক সমিতি সভাপতি কে এম আলম টমে, তরকারি বাজার কমিটির সভাপতি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x