কুষ্টিয়া জেলা প্রতিনিধি: সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া জেলা বিএনপি। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকি ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ। কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির অধীনস্থ সকল উপজেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ সাধারণ মানুষকে যুক্ত করে বিএনপির ১০ দফা দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন। উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি দল ও জোট গণমিছিল কর্মসূচি দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে। এরপর যুগপৎভাবেই গণ–অবস্থান, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করে।