হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের আত্মার শান্তি কামনা, স্মৃতিচারণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) ছুটির দিনেও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়।
প্রতিটা বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা পরিচালনা পর্ষদের সভাপতি সভাপতিত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকগণের।
বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধভিত্তিক স্বাধীনতার স্বপক্ষে যুক্তি দিয়ে কেন আমাদের স্বাধীনতার স্বপক্ষে শক্তিতে বলিয়ান হতে হবে সে বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। সকলকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ধারক বাহক হতে উদ্বোধন করেন।
খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ম,নিজাম উদ্দিন বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আদম আলী প্রমুখও।