Sunday , 5 May 2024
শিরোনাম

তিতাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

তিতাস প্রতিনিধি।।

তিতাসে ২৫ শে মার্চ “জাতীয় গণহত্যা দিবস”
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় তিতাস উপজেলা অডিটোরিয়ামে তিতাস উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ।

অপরদিকে তিতাস উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে সকাল ১১ টায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরীসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, সিনিয়র শিক্ষক আঃ হাই মোল্লা, নাসরিন আক্তার কনা, সালমা আক্তার, ফারুক সরকার, জুবায়ের আহমেদসহ আরও অনেকে। ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন বাবুল, মিজান সরকার ও জহিরুল ইসলাম পাশা প্রমূখ।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x