কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কীটনাশক পানে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গোলাম হোসেন (৩৭) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আমির হোসনের ছেলে।
নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাছেন আলী জানান, কীটনাশক পানের তিন দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, পর পর দুই স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন কয়েক দিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কিছুদিন আগে জমি বিক্রি করে সমুদয় টাকা জুয়া খেলে তসরুপ করেন। গত শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে নিজ শয়ন ঘরে সবার অজান্তে আলু ক্ষেতে দেয়া কীটনাশক পান করেন তিনি। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।