Monday , 20 May 2024
শিরোনাম

কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫

চুয়াডাঙ্গা জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশার কারণে ২০- ৩০ গজ দূরের কোনোকিছু দেখা যাচ্ছে না। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি হ্রাস পেয়েছে।

কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে। দিনের বেলায় বাস- ট্রাক পরিবহণসহ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৯টায় মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে যানবাহনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দৃষ্টিসীমা ৬০০ মিটার এবং বাতাসের আর্দ্রতা ৯৫ ভাগ রয়েছে।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x