Sunday , 19 May 2024
শিরোনাম

খোকসায় ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরের চলছে মহানাম যজ্ঞ কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসায় শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম-মহানাম যজ্ঞ অনুষ্ঠান। খোকসা ঐতিহ্যবাহী কালী পূজা মন্দির প্রাঙ্গনে মহাপ্রভুর প্রেমাদর্শে উদ্বুদ্ধ হয়ে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে এই মহানাম যজ্ঞ । সোমবার নাম যজ্ঞে শেষ দিন । আগামীকাল মঙ্গলবার কুঞ্জ ভঙ্গ, নগর সংকীর্তন,শ্রী শ্রী মহা প্রভুর ভোগ মহোৎসব এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ । এবারে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে অমৃত নাম সুধা পরিবেশন করবেন রঘুনাথ জিউ সম্প্রদায় মাদারীপুর, স্বর্গ সুধা সম্প্রদায় খুলনা, বাবা বিশ্বনাথ সম্প্রদায় সাতক্ষীরা, নন্দদুলাল সম্প্রদায় কিশোরগঞ্জ, ভক্ত হরিদাস সম্প্রদায় যশোর ও শ্রী গুরু সম্প্রদায় রাজবাড়ী । খোকসা কালী পূজা মন্দির মহানাম যজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকার এবং সচিব অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস নাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানিয়েছেন ।নাম যজ্ঞ উপলক্ষে কালী মন্দির প্রাঙ্গণ চত্বরে হাজার হাজার ভক্তবৃন্দের মহামিলন ঘটেছে।

ঐতিহ্যবাহী ৬’শ বছরে পুরাতন কালীবাড়ি পূজা মন্দির প্রাঙ্গনে নাম যজ্ঞ অনুষ্ঠানে গ্রামীণ মেলার বিভিন্ন প্রসাদে বসেছে ব্যবসায়ীরা।

Check Also

টাকা দিয়ে কেনা সনদ বাতিল হবে , তৈরি হচ্ছে তালিকা

টাকা দিয়ে কেনা সনদ বাতিল করা হবে, আর এ বিষয়ে তৈরি করা হচ্ছে তালিকা। বিপুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x