কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করার অভিযোগে মোঃ সবুর খান (৪৫) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অপরদিকে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ গাঁজা বিক্রেতাকে ৬০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনোয়ার মন্ডল (২২), খোকসা উপজেলার খাগরবাড়িয়া গ্রামের মোহন বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (২১) ও খোকসা থানার নাগরপাড়া গ্রামের মৃত গণেশ বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২০)।
খোকসা থানা সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযান চালিয়ে খোকসা থানার এসআই খায়রুল ইসলাম ও তার সঙ্গীয় টিম শনিবার ভোররাত চারটার সময় জানিপুর ইউনিয়নের একতারপুর বাজার থেকে আসামীদের কে গ্রফতার করা হয়। এবং তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট গ্রামে অভিযান চালিয়ে গাঁজা চাষি মোঃ সবুর খান কে ৪০ টা গাঁজার গাছ সহ গ্রেপ্তার করা হয়। যাহার আনুমানিক ওজন ৩ কেজি গাঁজা। গাজা চাষি সবুর খান মৃত আব্দুর রহিম খানের ছেলে। সে তার বাড়ির পাশে পুকুরের চালাই গোপনে গাঁজার চাষ করছিল।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, উপজেলা থেকে গাঁজা সমূলে নির্মূল কল্পে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তিন গাঁজা বিক্রেতা ও এক গাঁজা চাষি কে গ্রেফতার করা হয় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।শনিবার দুপুরে আসামীদেরকে আলামত সহ কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।