হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া খোকসায় উপজেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার দুই দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস।
“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার বুলবুলে খাতুন প্রমুখ।
বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা সবুজ চত্বরে ১৪ টি স্টলের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিকদের ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আওয়াল ও গীতা পাঠ করেন সাংবাদিক রঞ্জন ভৌমিক।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান।