হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা, উপস্থিতি ও অনুপস্থিতি পর্যালোচনাপূর্বক শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে দশম শ্রেণীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভায় অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় নারী শিক্ষার সূতিকাগার হিসেবে খ্যাত খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ পাসের নিশ্চয়তা প্রদানে শিক্ষক-অভিভাবক সহ শিক্ষার্থীদের এগিয়ে আসার পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য উপজেলায় মাধ্যমিক পর্যায়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরাবরই এসএসসিতে ভালো ফলাফল করে আসছে।
Humaun
Humaun Kabir