কুষ্টিয়া প্রতিনিধিঃ
জনগণের নিরাপত্তায় স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের অঙ্গীকারবদ্ধ। সেই স্বাস্থ্য বিভাগ সরেজমিনে পরিদর্শন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন মঙ্গলবার সকালে পরিদর্শনে এসেছিলেন কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক রওশন আক্তার জাহান।
মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেলের অফিস কার্যালয় সকল ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর, ইনডোর লেবার ওয়ার্ড ও সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আবাসিক মেডিকেল অফিসার আর এম ও প্রেমাংশু বিশ্বাস জানান, হাসপাতালে সার্বিক বিষয় পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
বৃষ্টিবিঘ্নিত সকল বাধা অতিক্রম পরিদর্শন শেষে দুপুরে করে কুমারখালীর উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।