আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ ১০ মে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ময়মনসিংহ।
পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারগফরগাঁও-এর কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো: আবিদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার,গফরগাঁও,সহকারী কমিশনার (ভূমি),থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলার সরকারী দপ্তরসমূহের প্রধানগণ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
পরবর্তীতে জেলা প্রশাসক ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন এবং উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলা প্রশাসক চরমছলন্দ এলজিএসপি-৩ প্রকল্প,চরমছলন্দ সরকারী বলিকা উচ্চ বিদ্যালয় ও গুচ্ছগ্রাম পরিদর্শনকরেন ও স্থানীয় ব্যক্তিবর্গ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।