Monday , 20 May 2024
শিরোনাম

গরু ও মোটরসাইকেলসহ ৭ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া ৩টি গরু ও একটি পালসার মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে কুমিল্লা থানা পুলিশের সহযোগিতায় দেবিদ্বার উপজেলার ভানু গ্রামের পশ্চিমপাড়া থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় রামগঞ্জ থেকে চুরি হওয়া ৩টি গরু, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোঃ নিজাম উদ্দিন (৪৪), হাতিয়া থানার মোঃ সোহেল হাওলাদার (২৯), ভোলার চরফ্যাশনের মোঃ শাহীন (২৫), হাজীগঞ্জ উপজেলার মোঃ মহিন উদ্দিন (২৫), নোয়াখালীর সুধারাম থানার মোঃ জসিম উদ্দিন (৪৪), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোঃ খোকন (২৬), নোয়াখালীর সুধারাম থানার মোঃ সুমন (২৭)।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক কাউসারুজ্জামান জানান, গত ২৩ জুলাই রাতে রামগঞ্জ উপজেলার আকারতমা গ্রামের জয়নগর বাড়ির আলমগীর হোসেনের ৩টি গরু ও তার ছেলের ব্যবহৃত মোটরসাইকেলটি গভীর রাতে চুরি হয়। ওই ঘটনায় আলমগীর হোসেন রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর জের ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গরুর মালিকের অভিযোগের ভিত্তিতে আমরা চুরি হওয়া মোটরসাইকেলে লাগানো জিপিএস ট্রেকারের মাধ্যমে অভিযান পরিচালনা করি। অভিযানে চিহ্নিত ডাকাতি, অস্ত্র, মাদক মামলায় অভিযুক্ত ৭সদস্যকে আটক করি।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও রামগতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x