Tuesday , 21 May 2024
শিরোনাম

গোপালগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

রিপোর্ট গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সফিকুল খান।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গতকাল (বুধবার) গোপালগঞ্জের ৫ উপজেলার মধ্যে ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলায় মো. বাবুল শেখ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।
টুঙ্গিপাড়া উপজেলায় মো. বাবুল শেখ (দোয়াত-কলম) ৪০ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গাজী মাসুদুল হক মাসুদ পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট।

গোপালগঞ্জ সদর উপজেলায় মো. কামরুজ্জামান ভুঁইয়া (টেলিফোন)৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভুঁইয়া পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলায় মো. বাবুল শেখ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Check Also

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত!! আটক-১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী   নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x