Tuesday , 21 May 2024
শিরোনাম

গৌতম কুমার রায়ের ‘প্রাণ-প্রকৃতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

 

প্রকৃতিবাদি লেখক গৌতম কুমার রায়ের ৪র্থ গ্রন্থ ” প্রাণ-প্রকৃতি” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি-২০২৪ খ্রিস্টাব্দে বেলা ১২ টায় বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.ফিরোজ আহমদ, কলকাতা হতে আগত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও গবেষক কৌশিক মজুমদার। এছাড়াও প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন লেখক বাবু মোহিত চন্দ গোবিন্দ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক গবেষক ইমাম মেহেদী, আইটি প্রকৌশলী বাবু প্রদীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মাননীয় উপাচার্য ও গ্রন্থের লেখক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক নূর ই নুসরাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা, শিক্ষার্থবৃন্দ। পরে কৌশিক মজুৃদারের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x