ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ১৭ মার্চ )
সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এবং মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু কর্ণারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল সাড় ১১ টায় উপজেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান সালমা আক্তার রুবি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন রায় এবং সভাপতির বক্তব্য রাখেন নবাগত ইউএনও সাকিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।