সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
সাতকানিয়ায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উক্ত মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো: আক্তারুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ই-কৃষি, বীজ ও সার, জাতীয় ফল মেলা, ফল ও সবজি, আইপিএম, মডেল গ্রাম, উদ্যোগক্তা ও কৃষি যন্ত্রপাতি মেলার ষ্টল খোলা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আয়ুব আলী’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা মো: কবির হোসেন, মনিটরিং কর্মকর্তা জুলফিকার আলী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজীম শরীফ, তথ্য প্রযুক্তি কর্মকর্তা আনোয়ার হোসেন ও সাংবাদিক মাহফুজ উন নবী খোকন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রচাপ চন্দ্র রায়। সাতকানিয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। পূর্বাহ্নে এক বর্ণাঢ্য র্যালী সাতকানিয়া উপজেলা ও পৌর সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা চলাকালিন সময়ে প্রতিদিন বিকেলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।