Sunday , 19 May 2024
শিরোনাম

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লিটন (৪৫) ও আশরাফ (২৭)।

দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে আবুল বাশার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন লিটন ও আশরাফ। কাজ করতে তারা দুজন ট্যাংকের ভেতরে যান।

এরপর বেশ কিছুক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা উঁকি দিয়ে দেখেন যে তারা অচেতন হয়ে পড়েছেন। পরে খবর দেওয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লিটন ও আশরাফকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

লিটন ও আশরাফ নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছিলেন আশরাফ।

মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x