মাসুদ রানা সদর প্রতিনিধিঃ- দেশব্যাপী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাস ও পুলিশের নগ্ন হামলা এবং নারায়নগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ।
৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য। তাই রাজপথেই রক্ত দিব। আমি রাজপথে সর্ব প্রথম রক্ত দেব, আপনাদের গুলি আমি বুক পেতে নেব। আমার চাঁদপুরের ভাইয়েরা রাজপথ রক্তে লাল হতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেয়ার জন্য যত রকমের প্রক্রিয়া আছে, বিচার বিভাগের স্বাধীনতা ধংশ করে, বিচারপতিদেরকে প্রেশনাইজ করে বেগম খালেদা জিয়ার নামে সাজা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণ আর সেই জনগণের পক্ষে আছি থাকবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াকে আবার এদেশে প্রধানমন্ত্রী করা পর্যন্ত আমরা রাজপথের মাঠে থাকবো ইনশাআল্লাহ।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসের মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন।
বক্তারা বলেন, আর প্রতিবাদ নয়, এখন প্রতিশোধের সময়। সরকার দলের অনেক মন্ত্রী এমপিরা বলে খেলা হবে আমরা বলি অবশ্যই খেলা হবে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড লাগবে তবেই খেলা জমবে।