Friday , 3 May 2024
শিরোনাম

রাউজানে পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।৩ সেপ্টেম্বর শনিবার বিকালে রাউজান সদর মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত,যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খাঁন। পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহ্জাহান, নাঈম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, মোহাম্মদ সালাউদ্দিন, জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা ইউছুপ খান, মুক্তিযুদ্ধা সাধন পালিত, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, মিলন ঘোষ, সাংবাদিক প্রদীপ শীল, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, রফিক খান, আবুল কালাম চৌধুরী, মোরশেদুল আলম, মৃদুল দাশগুপ্ত, ওমর ফারুক চৌধুরী, ইলিয়াছ মাষ্টার, বেদারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল,সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আবু ছালেক, মোহাম্মদ শাহাজান, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ। প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরীকে এমপি হিসেবে আবারো আমরা দেখতে চাই। সেজন্য সকল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। বিশেষ অতিথি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনায় থাকলে জনগন সুখে থাকে। বিএনপি জামাতসহ যারা ক্ষমতায় আসতে চাই তারা পাকিস্তানের এজেন্ট ও বঙ্গবন্ধুর খুনি। তারা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে মাঠে নামছে। তাদের প্রতিহত করে আইনের শাসন সম্মুন্নত রাখতে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। রাউজানের সাংসদের নেতৃত্বে আওয়ামীলীগ ঐক্যবন্ধ আছে এবং আগামীতেও থাকবে। পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, পৌর আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে অবিচল থেকে নৌকার পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছে।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x