চিলাহাটি স্থলবন্দরের ভবিষ্যত গেটে: বিএসএফের আপত্তিতে প্রশ্নচিহ্ন
মো গুলজার হোসেন চিলাহাটি (নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর ডোমার
উপজেলার চিলাহাটি স্থলবন্দরে প্রস্তাবিত একটি গেট নির্মাণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গেট নির্মাণে বাধা দিয়েছে। তাদের দাবি, এটি আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে পড়ছে, যা সীমান্ত প্রোটোকলের লঙ্ঘন। বিএসএফের এই আপত্তিতে বন্দরের ভবিষ্যৎ গেট নির্মাণে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
বিএসএফের আপত্তির কারণ: ১৫০ গজের নিয়ম
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, দুই দেশের সীমান্ত পিলার থেকে সাধারণত ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা যেমন কাঁটাতারের বেড়া, ভবন বা গেট নির্মাণ করা যায় না। এই এলাকাকে একটি ‘নো-ম্যানস ল্যান্ড’ বা বাফার জোন হিসেবে ধরা হয়, যার উদ্দেশ্য হলো সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত সংঘাত বা অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। বিএসএফের দাবি, চিলাহাটি স্থলবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে যে গেটটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা এই ১৫০ গজের নিয়ম লঙ্ঘন করছে। বাংলাদেশ বর্ডারগাড জানান আমারা নিজস্ব সীমানার মধ্যেই উন্নয়ন কাজ করছি। সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হইছে।