Saturday , 4 May 2024
শিরোনাম

ছাত্রলীগের সভাপতির নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ দায়ের

আবির হোসেন সজল, লালমনিরহাট :

শনিবার সন্ধ্যায় সদর থানায় ফাহিম শাহরিয়ার খান জিহানসহ ৯জনকে আসামী করে এ অভিযোগ দায়ের করেন রাশেদ জামান বিলাস।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, কেএম সোহাগ গাজি, রিত্তিক রায়, তরিকুল ইসলাম, স্বাধীন, মারুফ জোবায়ের, কবিরুল আলম নিরু, মারুফ হাসান মিরু, রবিউল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা লিখে অপপ্রচার চালাচ্ছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি দাবি করেন তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং বড় ধরনের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

এবিষয়ে হাতিবান্ধা সাবেক ছাত্রীলীগের সভাপতির জিহান এর সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন,

হাতীবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানসহ ৯জনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x