জবি প্রতিনিধি :
অনুজীব বিজ্ঞান বিষয়ক গবেষণা তরান্বিত করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ গবেষণাগার উদ্বোধন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে গবেষণাগারটি স্থাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে অর্থায়ন করেছে।
গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন আরো সমৃদ্ধ হয়। উচ্চশিক্ষার প্রসার এবং বিশ্বমানের গবেষণায় এ গবেষণাগারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে এগিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে