Saturday , 4 May 2024
শিরোনাম

জবিতে বন্ধ লিফট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি :-

জবির নতুন ভবনে পরিবহন অফিসের সামনের লিফট বন্ধ। গত দুই সপ্তাহের অধিক সময় বন্ধ হয়ে আছে লিফটটি। ফলে ভীড় বেড়েছে অন্য লিফট গুলোতে,সকাল থেকে রয়েছে লম্বা লাইন। অনেকের ক্লাসরুমে প্রবেশে দেরি হচ্ছে। কেউ কেউ হেটেই উঠে যাচ্ছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিবহন অফিসের সামনে লিফটি চালু করা হয় এবছরের শুরুতে। প্রায়ই চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায়। তবে কিছু দিন ধরে বন্ধ আছে লিফটটি।
শিক্ষার্থীদের অনেক ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা চান দ্রুত বিষয়টি সমাধান হোক।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অঙ্কুর বলেন, “লিফটটি তে আগে থেকেই সমস্যা আছে, মাঝে মাঝেই আটকে যেতো লিফটটি। সকালে ক্লাস থাকে, এসে দেখি লম্বা লাইন, না পেরে হেটেই আট তলাতে উঠেছি বেশ কিছু দিন “।

জবি নতুন ভবনে আরো তিনটি লিফট আছে। দুটি ছাত্রছাত্রীদের জন্য এবং অন্যটি শিক্ষকদের জন্য।
বলা বাহুল্য যে, পরিবহন অফিসের সামনের লিফটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকই ব্যবহার করছেন শিক্ষকদের লিফটটি। বাকি দুইটি লিফট ব্যবহার করে উপরে উঠতে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এজন্য অনেকেই ঠিক সময়ে ক্লাসে পৌছাতে ব্যবহার করছেন সিঁড়ি। সেখানেও ভীড় থাকায় অনেকেই সঠিক সময়ে ক্লাসে পৌছাতেও ব্যর্থ হচ্ছেন

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x