Sunday , 16 June 2024
শিরোনাম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও কোন বাংগালীকে অবিশ্বাস করেননি : ড.কলিমউল্লাহ

২৩ মে,২০২৪, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯২৩ তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন হাজিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু গবেষক জনাব মাসুদ আহমেদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য মিসেস সংগীতা বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন
জানিপপ এর ন্যাশনাল ভলান্টিয়ার সাদিয়া হালিমা, ব্যাংকার ও নাট্যব্যক্তিত্ব সন্দীপন বিশ্বাস ও মিস্ শারমিন সুলতানা শিমু।

সভাপতির বক্তব্যে ড.কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও কোন বাংগালীকে অবিশ্বাস করেননি :

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের উপর দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন জাতির পিতা গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন।
দ্বিতীয় বিপ্লবের মধ্যে দিয়ে তিনি শোষিতের গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যা প্রতিষ্ঠিত হলে উৎপাদন বৃদ্ধি হতো। সোনার বাংলা গঠনে বাংলাদেশ এগিয়ে থাকতো। বঙ্গবন্ধু মেহনতি মানুষের কথা ভাবতেন সবার উপরে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংগীত বিশ্বাস বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি বড়ো ইন্সটিটিউশন।

জানিপপ এর ন্যাশনাল ভলেন্টিয়ার সাদিয়া হালিমা বলেন, বঙ্গবন্ধু ছোটদেরকে ভীষণ ভালবাসতেন। কচিকাঁচা ও খেলাঘর ছিল তার প্রিয় সংগঠন।

শারমিন সুলতানা শিমু বলেন,
প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

Check Also

কঠোর নজরদারিতে রয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত: সেনাপ্রধান

দেশের সংকটময় মুহূর্তসহ যেকোনো পরিস্থিতিতে অকুতোভয় দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x