ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান নির্ধারিত সময়েই হবে নির্বাচন, এক দিনও পেছাবে না: প্রেস সচিব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ: ফয়জুল হক ‎জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল ‎অবসরপ্রাপ্ত শিক্ষক,কর্মচারীদের বিদায় ওএডহক কমিটির সভাপতিদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের কার্যক্রম শুরু প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টের ‎হাসানাহ একাডেমির আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘গণহত্যা করেও অনুশোচনা নেই হাসিনার, করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র’ তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে

জাতীয় পার্টির সম্মেলন স্থগিত, ক্ষুব্ধ দুই কো-চেয়ারম্যান

সাংবাদিক

আলোচনা ছাড়াই জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ জুন জাতীয় পার্টির (জাপা) জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি সম্মেলন স্থগিতের কথা জানায়। এ নিয়ে আজ মঙ্গলবার গণমাধ্যমে এক যৌথ বিবৃতিতে দুই কো-চেয়ারম্যান বলেন, ‘‘এই সিদ্ধান্ত আমাদের কাছে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। এককভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দলীয় গঠনতন্ত্র, প্রেসিডিয়ামের সম্মান ও তৃণমূল নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা এই সিদ্ধান্তে বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন।’’

তাঁরা জানান, বিষয়টি তাঁরা প্রথম জানতে পারেন জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে। বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা মনে করি, ২৮ জুনের জাতীয় সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচন কমিশনের নিয়ম ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধতা নিশ্চিতের পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম।’’

দলের প্রেসিডিয়াম সভায় ২০ মে সিদ্ধান্ত হয়েছিল, বরাদ্দ পাওয়া না গেলে বিকল্প স্থান হিসেবে রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে সম্মেলন হবে। দুই নেতার ভাষায়, ‘‘এই সিদ্ধান্ত এখনো বহাল আছে।’’

তাঁরা আশা প্রকাশ করেন, জাপার চেয়ারম্যান গঠনতন্ত্র ও প্রেসিডিয়ামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিকল্প স্থানে হলেও ২৮ জুন সম্মেলনের আয়োজন নিশ্চিত করবেন।

‘‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। গঠনতন্ত্রের প্রতি সম্মান ও অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাই হোক তাদের এগিয়ে চলার প্রধান শক্তি’’, বলেন দুই কো-চেয়ারম্যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৫৬৬ Time View

জাতীয় পার্টির সম্মেলন স্থগিত, ক্ষুব্ধ দুই কো-চেয়ারম্যান

আপডেটের সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আলোচনা ছাড়াই জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ জুন জাতীয় পার্টির (জাপা) জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি সম্মেলন স্থগিতের কথা জানায়। এ নিয়ে আজ মঙ্গলবার গণমাধ্যমে এক যৌথ বিবৃতিতে দুই কো-চেয়ারম্যান বলেন, ‘‘এই সিদ্ধান্ত আমাদের কাছে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। এককভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দলীয় গঠনতন্ত্র, প্রেসিডিয়ামের সম্মান ও তৃণমূল নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা এই সিদ্ধান্তে বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন।’’

তাঁরা জানান, বিষয়টি তাঁরা প্রথম জানতে পারেন জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে। বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা মনে করি, ২৮ জুনের জাতীয় সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচন কমিশনের নিয়ম ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধতা নিশ্চিতের পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম।’’

দলের প্রেসিডিয়াম সভায় ২০ মে সিদ্ধান্ত হয়েছিল, বরাদ্দ পাওয়া না গেলে বিকল্প স্থান হিসেবে রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে সম্মেলন হবে। দুই নেতার ভাষায়, ‘‘এই সিদ্ধান্ত এখনো বহাল আছে।’’

তাঁরা আশা প্রকাশ করেন, জাপার চেয়ারম্যান গঠনতন্ত্র ও প্রেসিডিয়ামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিকল্প স্থানে হলেও ২৮ জুন সম্মেলনের আয়োজন নিশ্চিত করবেন।

‘‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। গঠনতন্ত্রের প্রতি সম্মান ও অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাই হোক তাদের এগিয়ে চলার প্রধান শক্তি’’, বলেন দুই কো-চেয়ারম্যান।