Friday , 3 May 2024
শিরোনাম

জাতীয় পুরষ্কার পেলো ইবির ওয়ালিউল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

 

“আমি দীর্ঘদিন স্কাউটসের সাথে কাজ করছি। নতুন এই স্বীকৃতি বা অ্যাওয়ার্ড অনেক অনুপ্রেরণা দান করবে। সামনে কাজের উদ্যম বাড়াতে এটি সাহায্য করবে।” কথা বলছিলেন সদ্য স্কাউটের ন্যাশনাল এ্যাওয়ার্ডে ভূষিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ ওয়ালী।

সম্প্রতি বাংলাদেশ স্কাউট ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন ওয়ালী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভারমেট।

বন্যা, জলোচ্ছাস, আপদকালীন সময়ে উদ্ধারকাজ, ত্রাণ সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে শ্রম, সেবা তথা আত্মনিয়োগকারীদের মধ্য থেকে সেরাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে।

প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটিং এর সাথে যুক্ত থাকা ওয়ালিউল্লাহ বিশ্ববিদ্যালয়ে এসেও যুক্ত হোন ইবি রোভার স্কাউট গ্রুপে। তিনি ২০১৮ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয় স্কাউটিংয়ে। এছাড়া তিনি চতুর্থ জাতীয় আইসিটি ক্যাম্প, যশোর লাইফস্কিল বেসড এডুকেশন কোর্সসহ নানা কোর্স সম্পন্ন করেছেন।

অনুভূতি জানতে চাইলে এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, “করোনা কালীন সময়ে আমি অসহায় হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও মানবতার সেবার কাজে আত্মনিয়োগ করায় গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস আমাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছেন।

উল্লেখ্য, ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫০ তম ( সুবর্ণ জয়ন্তী) বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

 

Check Also

ফরিদগঞ্জ ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির।

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x