জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার ( ৫ আগস্ট) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট (juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।এতে শতকরা পাসের হার ৫৯ দশমিক ১৬ শতাংশ।
চলতি বছর এই ইউনিটে সর্বমোট ৩২০টি আসনের মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০ টি করে আসন রয়েছে। এর বিপরীতে ভর্তিচ্ছু ছিলো ৮৭ হাজার ৭২৮ জন।সে অনুযায়ী আসন প্রতি লড়েছেন ২৭৪ জন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস সূত্রে জানা যায়, ‘এই ইউনিটে মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী।মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীদের ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।’