জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত:
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন গণিত বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের সিএসই বিভাগের শাকিল হোসাইন তীব্র।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় সাভারের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের এ কমিটি ঘোষণা করেন জাবি সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- জান্নাতুল ফেরদৌস সুমাইয়া এবং নাফিউল আলম অয়ন, যুগ্ম সম্পাদক আবু বকর আলী, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ মো. আল মামুন, যুগ্ম কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহাদি হাসান তানজিল, উপ-দপ্তর সম্পাদক মো. সৌরভ, প্রচার সম্পাদক আনিক রায়, উপ-প্রচার সম্পাদক ফারহান হোসাইন, প্রকাশনা সম্পাদক রাফিদ হাসান রাজন, উপ-প্রকাশনা সম্পাদক শাফিউজ্জামান শাহিন, গণসংযোগ সম্পাদক তাসনিম আক্তার তাশিন, উপ-গণসংযোগ অনুপ সরকার দিপ, আইটি সম্পাদক সাহাবুল হক, উপ-আইটি সম্পাদক আলী জাকি শাহরিয়ার, এইচআরএম প্রধান আব্দুল্লাহ বাবু, উপ-এইচআরএম সুলতান মাহমুদ শাহিন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ইউসুফ আলিফ মৃধা, উপ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাফায়াত মীর, প্রকল্প সম্পাদক শাফায়াত জামিল, উপ-প্রকল্প সম্পাদক ফাইজা নুর, সমাজকল্যাণ সম্পাদক শামিম এবং উপ-সমাজকল্যাণ সম্পাদক পিউ কাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, গাণিতিক ও পদার্থ বিষায়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শরিফ হোসাইন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এ বছর ১৭ আগস্ট তারিখে জাবি সায়েন্স ক্লাব দেড়যুগে পদার্পণ করে। একটি বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষে জারি সায়েন্স ক্লাব কাজ করে যাচ্ছে। গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান উৎসব, গবেষণা কার্যক্রম, ক্লাবের নিজস্ব প্রকাশনী “নিউক্লিয়াস”, বিজ্ঞান আড্ডা, ইংলিশ স্পোকেন সেশনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।