ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তের যাদবপুর গ্রাম থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ শওকত আলি (৫০) নামে একজনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঝিনাইদহের মহেশপুর-খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন খবরে তারা জানতে পারে সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালায়। সেসময় জলুলী যাদবপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে শওকতকে দেখে সন্দেহ হয়। পরে শওকত আলিকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। বিজিবি মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।