টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহমুদুল হক টুটুল]
টাঙ্গাইল গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনিছুর রহমান হিরা (নৌকা) ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান তালুকদার (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের গোপালপুরে স্থগিতকৃত হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬,১৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতিকে ৫,১৯৯ ভোট পেয়েছেন,স্বতন্ত্র মোঃ গোলাম রোজ তালুকদার ঘোড়া প্রতীকে ৩৮৯০ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মীর মোঃ হাবিবুর রহমান হাত পাখা প্রতীকে ৫৬২ ভোট পেয়েছেন, স্বতন্ত্র এস এম আনিসুর রহমান চশমা প্রতীকে ১৮৭ ভোট পেয়েছেন,স্বতন্ত্র মিজানুর রহমান খান মোটরসাইকেল প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন, স্বতন্ত্র মোহাম্মদ জুলফিকার আলী অটোরিক্সা প্রতীকে ৪৮ ভোট পেয়েছেন, স্বতন্ত্র মোঃ আইয়ুব খান আনারস প্রতীকে ৮০ ভোট পেয়েছেন,
মোট বৈধ ভোটার সংখ্যা ১৬১৬১।
বাতিলকৃত ভোটার সংখ্যা ৪৮।
ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ৮,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭,৯০৬ ভোট। জাকের পার্টির খ: কামাল হোসেন গোলাপ ফুল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন, স্বতন্ত্র মোঃ জাকির হোসেন প্রিন্স চশমা প্রতীকে ৪৩৮ ভোট পেয়েছেন।
মোট বৈধ ভোটার সংখ্যা ১৭১১৫।
বাতিলকৃত ভোটার সংখ্যা ১৯ ।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।
১২ অক্টোবর ২০২২।