Sunday , 19 May 2024
শিরোনাম

টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম

কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ
কুমিল্লায় টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার বাঙ্গরা বাজার থানার ৫নং পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর ভান্ডারী মার্কেটের মুদি দোকান গুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে স্থানীয় চেয়ারম্যান রহিম পারভেজের বিষয়টি অজানা বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, গতকাল ৫নং পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের ভান্ডারী মার্কেটের দুলাল মিয়ার দোকানে তিনি তক্তায়-তক্তায় সাজিয়ে রেখেছেন ২লিটারের তেলের বোতলগুলো। বোতল সমূহের সব গুলোর গায়ে রয়েছে টিসিবির স্টিকার সম্বলিত। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা দরে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করছেন তিনি। ছবি তোলার বিষয়টি আচ করতে পেরে অন্যসব পণ্য গুলো সড়িয়ে নেন দ্রুত।

দোকানদার দুলাল মিয়ার ভাষ্য, আমি জানি না টিসিবির পন্য বিক্রি করা যে অপরাধ। দুই বোতল আমার ব্যবহারের জন্য আনছি। বাকীগুলো আমার বউ,মা ও ভাইয়ের বউ আনছে। আর বাকি বোতল ও পন্য একজন অপরিচিত লোক বাজারে বিক্রি করতে নিয়ে আসলে, অনেকেই তার কাছ থেকে কিনছে। তাই মুনাফার আসায় আমিও কিনছি।

ইউপি চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, টিসিবির পন্য বিক্রির কার্ড পেয়েছি ৯শত ৬টি। বারোজন মেম্বারের মাঝে তা বিলি করেছি জনসংখ্যা অনুপাতে। কোনো প্রকার অনিয়মের তথ্য আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূঁঞা জনির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিসিবির পণ্য অন্যত্র বিক্রির কোন সুযোগ নেই। এগুলো গরীবদের জিনিস। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি অতিদ্রুত কঠোর ব্যবস্থা নিচ্ছি।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x