আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শুক্রবার ২ সেপ্টেম্বর বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। এদিন সকাল ১১টার দিকে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাঁড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত ঘটে। ওই গ্রামের সলেমান আলীর ছেলে পিয়ার আলী ওই সময় কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিলেন। অকস্মাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই পিয়ার আলী মারা যান। এসময় আহত হন একই গ্রামের তসলিমউদ্দিনের ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮) ও জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)। আহতদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়।