Tuesday , 21 May 2024
শিরোনাম

ডামুড্যায় রমজান মাস উপলক্ষে ‘আমরা রমণী’ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও আমরা রমণীর কার্যনির্বাহী কমিটির সদস্যদের অর্থায়নে আমরা রমণীর ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের নারী উদ্যোক্তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ ২ এপ্রিল (শনিবার) বেলা ১২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে এসব খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আমরা রমণীর প্রধান সমন্বয়কারী জনাব মামুন হোসেন এবং আমরা রমণীর স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা।

খাদ্যসামগ্রী বিতরণের আগে উক্ত অনুষ্ঠানে আমরা রমণীর প্রধান সমন্বয়কারী জনাব মামুন হোসেন আমরা রমণীর ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের উদ্যোক্তাদের উদ্দেশ্যে এপ্রিল মাসের মোট বিক্রির উপর প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রদান করেন।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। কয়েক ধাপে প্রশিক্ষণের পর আমরা রমণীর কার্যনির্বাহী কমিটির সভাপতি মালিয়া হোসেন ও শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের উপস্থিতিতে আমরা রমণী মোট দুইটি পর্বে ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের আওতায় নির্বাচিত ২০ জন নারী উদ্যোক্তাদের হাতে ‘উদ্যোক্তা ব্যাগ’ তুলে দিয়েছিল। নির্বাচিত এই নারী উদ্যোক্তারা এখন ঘরে ঘরে গিয়ে চিকিৎসা প্রদান, মহিলা ও শিশুদের স্বাস্থ্যকর পণ্য বিক্রি ও টেলিযোগাযোগ সুবিধা প্রদানসহ ইত্যাদি নানা পরিষেবা প্রদান করে যাচ্ছেন।

Check Also

প্রথম দুই ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি

চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x