লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম
দেশে বন্যা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। গতকাল পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি। তাছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি ও কুড়িগ্রামে ১৫০ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০ টি গরু প্রদান করার উদ্যোগ নিয়েছেন। ২৯ জুন বুধবার নেত্রকোণা ও কিশোরগঞ্জের আরো ২ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গিয়েছেন তিনি। এরই মধ্যে ঢাকায় অবস্থিত ও.আই.সি’র তালিকাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা সিলেটের বন্যার্ত মানুষের জন্য ১০ টন পণ্য দিবেন বলে জানা গেছে। গত ২৭ জুন নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় ফারাজ করিম চৌধুরী বলেন, “ঢাকায় অবস্থিত ও.আই.সি’র তালিকাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা আমাদের দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন। তারা আমাদেরকে ১০ টন পণ্য দিয়ে সহযোগিতা করতে চান।”