Sunday , 16 June 2024
শিরোনাম

ঢাকায় এসেছেন ভারতীয় গোয়েন্দা দল

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে ভারতীয় সিআইডি’র তিন সদস্যের টিম ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) কলকাতা সিআইডি প্রধানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্তকারী দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে ভারতীয় দূতাবাসে প্রবেশ করেন। পরে ভারতীয় দূতাবাস থেকে মহানগর গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে যোগাযোগ করা হয়।

এ দিন বিকালে ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তদন্তকারী দলের। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় টিম আসার খবরটি তাদের জানানো হয়েছে।

এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি ও ঢাকার ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। দুপুরের পর তাদের সাথে বৈঠক করে তাদের কাছে পাওয়া এভিডেন্স নিয়ে আলোচনা হবে।

এমপি আনার হত্যা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের উপকমিশনার আব্দুল আহাদ চ্যানেল আইকে জানিয়েছেন, সিআইডির প্রতিনিধিরা এখন ঢাকায় ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন। তারা দুপুরের পর আমাদের সঙ্গে বৈঠক করবেন। তবে সময়টি এখনো নির্ধারণ করা হয়নি।

Check Also

জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা

জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x