Monday , 20 May 2024
শিরোনাম

ঢাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে হলের ১৬৫ নং কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। তিনি ওই রুমে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুরুল ইসলামের রুমমেট মো. ফরহাদ বলেন, আমরা সকালে রুম থেকে বের হয়ে যাই। তখন মঞ্জু ভাই ঘুমাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে এসে দেখি তার মরদেহ ঝুলছে। কী কারণে তিনি মারা গেছেন সেটা বলতে পারিনা। তবে তিনি সবসময় চুপচাপ থাকতেন।

এসআই মো. আল আমিন বলেন, হল প্রশাসনের মাধ্যমে বিষয়টি জেনেছি। নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলেছিল। পরে হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমমেটদের সঙ্গে কথা বলে জেনেছি তারা বিকালে রুমে এসে দেখে মঞ্জুরুল ঝুলে আছে।

তিনি বলেন, নিহতের পরিবার মরদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

আয়কর গণনার বেসিক

বাংলাদেশের আয়কর ব্যবস্থা প্রচলন হয়েছিল ব্রিটিশ এবং পাকিস্তান আমলেই। পর্যায়ক্রমে, সর্বাধিক রাজস্ব আদায়ের লক্ষ্যে বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x