Monday , 20 May 2024
শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় শেরে বাংলার দল কেএসপি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৩, ০৬:৩৯ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় শেরে বাংলার দল কেএসপি
সংগৃহীত ছবি

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে শেরে বাংলা এ,কে ফজলুল হকের প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক পাটি (কেএসপি)।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর মালিবাগের মৌচাক টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি তোলেন।

ফারাহনাজ হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,কে ফাইয়াজুল হক রাজু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খোকন বীরপ্রতীক,বাংলাদেশ কৃষক শ্রমিক পাটির (কেএসপি) কো-চেয়ারম্যান তিন্না খুরশিদ জাহান মালা, মহাসচিব ফোরকান আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, কোঃ চেয়ারম্যান গোলাম মোরশেদ, মো. সেলিমুর রহমান, জালাল উদ্দিন আহমেদ, মো, আবদুল বাতেন খলিফা, ফখরুল হাসান কাওসার।

আলোচনা সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আগামীতে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার অঙ্গীকার করেন।

Check Also

‘বঙ্গবন্ধু শান্তি পদক’ চালু করছে বাংলাদেশ, পুরস্কার ১ লাখ ডলার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x