আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
দেশব্যাপী বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ত্রিশালে বিএনপির বিদ্রোহী অংশের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ত্রিশাল পৌরসভার গোহাটা ময়দানে অনুষ্ঠিত এ আলোচনা ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,সাবেক সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ত্রিশাল,ময়মনসিংহ।
সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত দুইবারের মেয়র প্রার্থী ও ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক,সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম(আমিন সরকার)।
বক্তব্য রাখেন ত্রিশাল পৌর সভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কমিশনার রেজাউল করিম সেলিম,ত্রিশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম জুয়েল,প্রফেসর গোলাম ফারুক স্বপন,শফিকুল ইসলাম শোভা,তারিকুল ইসলাম তারেক,শওকত হোসেন,ইদ্রিস,মাসুম মেম্বার,ইলিয়াস আহমেদ,কামরুল ইসলাম বিএসসি,আঃ রহিম,যুবদল নেতা ওবায়দুল হক,আবুল কালাম,সাব্বির আহমেদ,মাহফুজ আহমেদ কবীর,জিয়া,জামাল,কবীর,ওয়াহিদুল,মিণ্টু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে এক বিক্ষোভ মিছিল ত্রিশাল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।