Friday , 17 May 2024
শিরোনাম

ত্রিশালে ভ্রাম্যমান আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃময়মনসিংহের ত্রিশালে ৬ এপ্রিল বুধবার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশে বাজার ও অবৈধ স্থাপনা অপসারনে নোটিশ প্রদান করা হয় একাধিকবার। নোটিশে কোন কাজ না হওয়ায় বুধবার বিকেলে ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত অভিযান করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করে একটি মামলায় অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান,জেলা আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করা হয়।দখলদারদের সময় বেধে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহকারী কমিশনার( ভূমি) কে সহযোগিতা করেন থানা পুলিশের একটি চৌকস দল।

Check Also

রাজনৈতিক আশ্রয় চাওয়া ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই যেসব বাংলাদেশি নাগরিক আশ্রয়প্রার্থনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x