আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ:
ময়মনসিংহের ত্রিশালে “ত্রিশাল হেল্পলাইন” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার বিকেলে সরকারি নজরুল একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ত্রিশাল হেল্পলাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য,ময়মনসিংহ-৭ (ত্রিশাল) ও সভাপতি,ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হাফেজ রুহুল আমিন মাদানী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন,২নং বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুশিহুর রহমান শাহানশাহ, ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী (আলম),৪নং কানিহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ মন্ডল,৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপেল মাহমুদ,৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ,৮নং সাধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান মো: আব্দুল আজিজ,৯নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল,১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ মন্ডল,১১নং মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন,১২নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
ত্রিশাল হেল্পলাইন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর স্বেচ্ছাসেবী মিলনমেলায় সামাজিক ও মানব সেবায় বিশেষ অবদান রাখায় মুক্তির বন্ধন ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা প্রদান করা হয়।
ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ত্রিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক এ এম এম মানিক।